সফল সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি

4

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে আজ বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই সকল আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। মহামারিকালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকার বিপক্ষে দু’দুটি আন্তর্জাতিক সিরিজ ও একাধিক ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতার আলোকে হাই-ভোল্টেজ এই সিরিজটিও সফল আয়োজনে দারুণ আশাবাদী টাইগার ক্রিকেট প্রশাসন। এই মুহূর্তে চলছে তাদের শেষ সময়ের ব্যস্ততা। শেষ মুহূর্তের ব্যস্ততায় বহুল প্রত্যাশিত এই সিরিজের আগে তুলির শেষ আঁচড় টানছে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগ ও মেডিকেল বিভাগ। বুধবার হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।