সফলতার গল্প শোনালেন প্রান্তিক নারী উদ্যোক্তারা

19

 

চাঁদপুরের বিখ্যাত ইলিশ সুলভে ও সহজে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ফাতেমা তুজ জোহরা বন্যা শুরু করেছিলেন ‘ইলিশতনয়া’ নামের ফেসবুকভিত্তিক একটি প্রতিষ্ঠান। লক্ষ্য ছিলো স্থানীয় জেলেদের কাছ থেকে বাছাইকৃত মাছ সংগ্রহ করে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দেয়া। আজ এ উদ্যোগ বদলে দিয়েছে বন্যার জীবন; একইসাথে উপকৃত হচ্ছেন জেলে ও গ্রাহকরা। আত্মবিশ্বাস ও একাগ্রতা বদলে দিতে পারে একজন মানুষকে, তারই দৃষ্টান্ত বন্যার এ সাফল্য। চট্টগ্রামে তার মতো এমন শতাধিক সফল উদ্যোক্তাকে নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেলো গত ২৯ নভেম্বর সোমবার। নগরীর পাঁচলাইশের একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত হয়েছিলেন তারা। চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এতে প্রধান অতিথি হয়ে শুনেছেন সংগ্রামী নারীদের স্বপ্নপূরণের গল্প। নিজেও শুনিয়েছেন তার স্বপ্নের কথা, স্বপ্নকে বাস্তবে রূপান্তরের কথা। সাঈদ আল নোমান বলেন, ‘কিছু করে দেখাতে চাওয়া সংগ্রামী নারীদের বিনাখরচে ইডিইউতে পড়ার সুযোগ দিচ্ছি আমরা। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে ইডিইউ। এ পরিবর্তনে অগ্রণী ভ‚মিকা রাখতে পারে দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নারীরা। তাই, সংগ্রামী ও সম্ভাবনাময় নারীদের মানসম্মত উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের বিকশিত করার সুযোগ দিতে আমরা উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড লিডারশিপ ফান্ড গঠন করেছি। এ তহবিল থেকে প্রতি বছর একাধিক নারীর উচ্চশিক্ষার ব্যয় বহন করা হবে, যাতে তারা ইডিইউর শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে আরো ইতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।’ কখনো কখনো সামান্য সহযোগিতা, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা হয়ে উঠতে পারে অনেক বড় প্রেরণা। এ কার্যক্রমেরই ফসল শামীমা সুলতানা। ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েট হওয়ার পরও তিনি কথা বলতে পারতেন না আন্তর্জাতিক এ ভাষায়। অথচ, এ মিলনমেলায় নিজের সাফল্যের গল্প তিনি শোনালেন স্বতঃস্ফূর্ত ইংরেজিতে, জানালেন কিভাবে এক বছরের প্রচেষ্টায় নিজেকে গড়ে তুলেছেন তিনি। ঢাকা থেকে এ আয়োজন সফল করতে ছুটে এসেছিলেন ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ এর অন্যতম সদস্য আরিয়া’স কালেকশনের সত্ত¡াধিকারী নিগার ফাতিমা ও কাকলী’স অ্যাটায়ারের সত্ত¡াধিকারী কাকলী তালুকদার। এতে আরো উপস্থিত ছিলেন ইডিইউর স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. রকিবুল কবির ও স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. নাজিম উদ্দিন এবং ইডিইউর নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের সিনিয়র এক্সিকিউটিভ তানজিদা আফরিন। বিজ্ঞপ্তি