সন্ধানী চমেক ইউনিটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

5

 

সন্ধানী চমেক ইউনিটের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার উদযাপিত হয়। মানব সেবার ব্রত নিয়ে ১৯৮২ সাল থেকে ৪০ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পুরস্কারস্বরূপ যোগ হয়েছে স্বাধীনতা পদকসহ নানান সম্মাননা স্মারক। দিবসের প্রধান কর্মসূচি হিসেবে ইউনিটের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান এবং সন্ধানী চমেক ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ডা. মনোয়ার উল হক (শামীম) হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমÐলী।
বক্তারা সন্ধানী চমেক ইউনিটের স্মৃতিচারণ করে সকল কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং ইউনিটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।