সন্দ্বীপ ভ্রাম্যমাণ বই মেলা পরিদর্শনে এমপি মিতা

15

সন্দ্বীপ প্রতিনিধি: 
সন্দ্বীপ ভ্রাম্যমাণ বই মেলা পরিদর্শন করেছেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। ভোরের পাখি সাহিত্য মেলা ও বই চিন্তার আয়োজনে মাস ব্যাপি ভ্রাম্যমাণ বই মেলার ৮ম দিনে রবিবার পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ বই মেলাটি পরিদর্শন করেন তিনি। এমপিকে পেয়ে স্কুল শিক্ষার্থীরা উৎফুল্ল হয়ে উঠে। এ সময় ৪০জন শিক্ষার্থীকে নিজস্ব অর্থায়নে বই উপহার দেন এমপি। পরিদর্শন শেষে এমপি মিতা শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, বই জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। তোমরা বেশি বেশি বই পড়বে। বইয়ের মধ্যেই নিজেকে সব সময় ব্যস্ত রাখবে। এমন যুগান্তকারী উদ্যোগের জন্যে আয়োজকদের সাধুবাদ জানান এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী , সন্দ্বীপ প্রেস ক্লাব সহ-সম্পাদক ইসমাইল হোসেন মনি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফ রাব্বী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওয়াজাহাত উল্যাহ সামি, স্কুল প্রধান শিক্ষক আবদুল হান্নান, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, কবি মোস্তফা হায়দার, ভোরের পাখি সাহিত্য মেলার সাধারণ সম্পাদক সাজিদ মোহন, বইচিন্তার সমন্বয়ক নজরুল নাঈম, মাহমুদুল ইসলাম, আবদুর রহমান ইমন, আবদুর রহিম মিনহাজ, সাব্বির হোসেন, রাহুল, তামিম, আরিয়ান প্রমুখ। ভ্রাম্যমাণ বই মেলার কেমন সাড়া ফেলেছে এমন প্রশ্নের জবাবে আয়োজক কমিটি বলেন, সন্দ্বীপের ইতিহাসে এই প্রথম আমরা বই মেলার আয়োজন করেছি। বই মেলাটি পুরো সন্দ্বীপ ব্যাপি সাড়া জাগিয়েছে। শিক্ষার্থীরা প্রচুর বই কিনছে।