সন্দ্বীপ চ্যানেলে হোভারক্রাফট দেয়ার সুপারিশ

56

সন্দ্বীপ প্রতিনিধি
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২ জুন বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সন্দ্বীপ উপজেলার কুমিরা-গুপ্তছড়া নৌরুটের যাত্রী পারাপারের সমস্যা নিয়ে সংসদ সদস্য মাহফুজুর রহমানের চিঠির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় এ রুটে যাত্রীদের যাতায়াতের দুর্ভোগের ভিডিও চিত্র দেখানো হয়। এ সময় এমপি মিতা কুমিরা-গুপ্তছড়া ফেরীঘাটে যাত্রী ওঠানামার সুবিধার্থে খাল ড্রেজিং সহ পল্টুন, ভাসমান দুটি সি-ট্রাক চালু, নতুন জেটি ও হোভারক্রাফট চালুর জোর দাবী জানান। এমপি মিতার দাবীর প্রেক্ষিতে যাত্রী দুর্ভোগ  কমাতে সভায় উক্ত সমস্যা সমাধানে জোড়ালো পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দ্রুত সন্দ্বীপে হোভারক্রাফট দেয়ার সুপারিশ করা হয়। সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘পদ্মা সেতু চালু হলে বেশ ক’টা ফেরী ক্লোজ হবে। এসব পদক্ষেপের পাশাপাশি সন্দ্বীপ চ্যানেলে সুবিধাজনক রুটে ফেরী চলাচল করা যায় কিনা তা সম্ভাব্যতা যাচাইয়ে দ্রুত কাজ শুরু করা হবে।’ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন। এ ছাড়া নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, চট্রগ্রাম বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।