সন্দ্বীপে ৪টি মুজিব কিল্লার শুভ উদ্ধোধন

21

সন্দ্বীপ প্রতিনিধি:
বৃহস্পতিবার সকালে সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্দ্বীপের ৪টি মুজিব কিল্লাসহ সারাদেশে ৫০টি মুজিব কিল্লা, ৮০টি আশ্রয়কেন্দ্র ও ২৫টি ত্রাণ গুদামের শুভ উদ্বোধন করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিপিবি সেচ্ছাসেবকবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস – ২০২২ উদযাপনে ফায়ার সার্ভিসের মহড়া শেষে উপজেলা সদরে র‍্যালি বের করা হয়।