সন্দ্বীপে  “হৃদয়ে দ্বীপবন্ধু ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে” হারামিয়া ক্লাব ইলেভেন চ্যাম্পিয়ন

13

সন্দ্বীপ প্রতিনিধি:
সুস্থ জীবন ও দক্ষ যুব সমাজ গড়ে তুলতে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান আজীবন তরুন সমাজের খেলাধূলায় পৃষ্ঠপোষকতা করে গেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের মেয়াদে খেলাধূলার ব্যাপক আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে “হৃদয়ে দ্বীপবন্ধু ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা উপরোক্ত কথা বলেন। সন্দ্বীপ উপজেলার মালেক মুন্সীর বাজার সংলগ্ন আবুল কাশেম হায়দার মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রহিম উল্যা। এর আগে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল  খেলায় ৩-০ গোলে হারামিয়া ক্লাব ইলেভেন দল অহিন এন্টারপ্রাইজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাশেষে প্রধান অতিথি সংসদ সদস্য মিতা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন, সন্দ্বীপ আবাহনী ক্রীড়াচক্রের সভাপতি শাহেদ সারোয়ার শামীম, মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল ইসলাম, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, চেয়ারম্যান জিল্লুর রহমান, ফখরুল ইসলাম পনির,আওয়ামীলীগ নেতা আবু তাহের, শাহ আকবর হেলাল, নুর নবী ভূট্টো সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।