সন্দ্বীপে হারামিয়া স্বাস্থ্য কল্যান কেন্দ্রে  ২০০ নরমাল নবজাতক ডেলিভারি 

47

সন্দ্বীপ প্রতিনিধি:
গতকাল ১০ অক্টোবর সোমবার সন্দ্বীপে হারামিয়া স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে এক বছরে ২০০ নিরাপদ সফল নরমাল ডেলিভারি উদযাপন উপলক্ষে প্রসূতি মা ও সচেতন এলাকাবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র কমিটির সভাপতি ও হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মোঃ রহিম উল্যা, মা-মনি প্রকল্পের সমন্বয়কারী মোঃ রিপন প্রমূখ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন – নোমান হোসাইন মিলাদ মেম্বার, আকতার হোসেন সোহেল মেম্বার, আজম খান তুহিন, আবুল কাসেম মেম্বার, ডাঃ মাসুদ রানা, নুরুল আফছার সওদাগর, পরিবার পরিকল্পনা কর্মী রানা রায়, প্যারামেডিক সাদিয়া সহ অনেকে। সভায় বক্তারা বলেন, সাধারণত বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নরমালী ডেলিভারিতে ৫-৮ হাজার টাকা গুনতে হয়। কিন্তু ইউএসএআইডি ‘র মা-মনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় স্বাস্থ্যকেন্দ্রটিতে এ সেবা চালু হওয়ার পর বিগত এক বছরে বিনা মূল্যে প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী মায়ের সেবা ছাড়াও ২০০ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি করা হয়েছে। সভা শেষে কেক কেটে উপস্থিত সকলের মাঝে পরিবেশন করা হয়।