সন্দ্বীপে সাবেক এমপি মুস্তাফিজের ২১ তম মৃত্যুবার্ষিকী পালন

19

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যাংকার, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের ২১ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আজ ২০ অক্টোবর চট্টগ্রামের সন্দ্বীপে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে সন্দ্বীপ উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দ্বীপবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের স্মৃতিচারণ, আত্মার মাগফেরাত কামনায় কুচিয়ামোড়াস্থ ‘দ্বীপবন্ধু’ ভবন চত্বরে  দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  মরহুমের জ্যৈষ্ঠ পুত্র সন্দ্বীপ থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, অধ্যক্ষ জামিল ফরহাদ, মরহুম পুত্র ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামিলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, সামাজিক সংস্থার নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল থেকে দ্বীপবন্ধুর রাজনৈতিক অনুসারী ও স্থানীয় আওয়ালীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে ‘দ্বীপবন্ধু ভবন’ চত্বরে গিয়ে সমবেত হলে মরহুমের বাড়ী থেকে মৌলভী বাজার পর্যন্ত পুরো সড়ক জুড়ে লোকে লোকারণ্য হয়ে যায়। এ ছাড়া সন্দ্বীপ উপজেলা আওয়ামিলীগ ও স্থানীয়  বিভিন্ন সংগঠন দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের জীবন ও কর্ম নিয়ে পৃথক পৃথক কর্মসূচি পালন করে।