সন্দ্বীপে সাংস্কৃতিক কেন্দ্র হবে-এমপি মিতা

16

সন্দ্বীপ প্রতিনিধি: 
সন্দ্বীপে অচিরে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। সাউথ সন্দ্বীপ কলেজ মাঠ প্রাঙ্গণে শিক্ষা ও সাংস্কৃতিক কন্ঠ (শিসাক) এর আয়োজনে একুশের বই মেলা ও সাংস্কৃতিক উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে আমি ঢাকা একুশে বই মেলায় আছি। এতো সুন্দর করে আয়োজন করেছেন যারা তাদের আমি ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, সন্দ্বীপে গত ১ ফেব্রুয়ারি থেকে ভ্রাম্যমাণ বই মেলা চলছে। যারা আয়োজনে রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা’র নগর সম্পাদক কানাই চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সাউথ সন্দ্বীপ কলেজ অধ্যক্ষ সুরাইয়া বেগম। আরো উপস্থিত ছিলেন, সন্দ্বীপ প্রেস ক্লাব সহ-সম্পাদক ইসমাইল হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফ রাব্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ওমর ফয়সাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম অপু, সদস্য মিজানুর রহমান টিটু, সাজিদ মোহন, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলীমুর রাজি টিটু, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সামিউ-দৌলা-সীমান্ত সহ অনেকে। মেলাটি ৭দিন ব্যাপি চলবে।