সন্দ্বীপে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

7

সন্দ্বীপ প্রতিনিধি:
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সন্দ্বীপ আসনে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টায় সন্দ্বীপ উপজেলা সদরে কবি আবদুল হাকিম মিলনায়তনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহন শুরু হয়। ইভিএমের কারিগরি ত্রুটির কারণে ভোট শুরুতেই পুরুষ বুথে প্রায় ১৫/২০ মিনিট ভোটগ্রহন বন্ধ থাকে। শুরুতে ভোটারদের উপস্থিতিও ছিল কম। সকাল ১০টা পর্যন্ত পুরুষ ও মহিলা দু’বুথে ভোট কাস্টিং এর পরিমান ছিল মাত্র নয় ভোট। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুুর ২টায় ভোট গ্রহনের নির্ধারিত সময়ের মধ্যে ২০৭ ভোটের মধ্যে ২০২ ভোট কাস্টিং হয়।এর পর ভোটের ফলাফল ঘোষনা করেন প্রিসাইডিং কর্মকর্তা মেজবাহুল করিম। চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম (আনারস) পেয়েছেন -১৯২ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারায়ন রক্ষিত (মোটর সাইকেল) পেয়েছেন-১০ ভোট,সাধারন আসনে মোঃ ছিদ্দিকুর রহমান (হাতি)-৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহেদ সারোয়ার শামীম-৬৪ ভোট পেয়েছেন এবং সংরক্ষিত মহিলা আসনে সবচেয়ে বেশী ভোট পেয়েছেন জাহানারা নাজনীন (ফুটবল)। তার প্রাপ্ত ভোট হচ্ছে- ১২৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার কাকলী পেয়েছেন-৪৬ ভোট।