সন্দ্বীপে মাসব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন

12

সন্দ্বীপ প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ শাখা, ভোরের পাখি সাহিত্য মেলা ও বইচিন্তার সমন্বিত আয়োজনে মাসব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সরকারি হাজী এবি কলেজ চত্বরে ফিতা কেটে এ বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা। এ সময় উপস্থিত ছিলেন সরকারি হাজী এবি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ কে এম বেলায়েত হোসেন, সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, সন্দ্বীপ সাহিত্য সংসদের সভাপতি কাজী শামসুল আহসান খোকন, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান, সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ শাখার সদস্য সচিব সাজিদ মোহন, ভোরের পাখি সাহিত্য মেলার সভাপতি ইসমাইল হোসেন মনি, ভোরের পাখি সাহিত্য মেলার যুগ্ম সাধারন সম্পাদক সাইফ রাব্বী, এবি কলেজ ছাত্রলীগ নেতা নাঈম খান, সমকাল সুহৃদ সমাবেশের সদস্য শহিদুল ইসলাম বাবু, সঞ্জীব চন্দ্র রায়, বইচিন্তার সমন্বয়ক নজরুল নাঈম, আবদুর রহমান ইমন প্রমুখ। এই ভ্রাম্যমান মেলাটি বই নিয়ে মাসব্যাপী সন্দ্বীপের ৫ টি কলেজ ও ২৮ টি বিদ্যালয়ে ঘুরবে এবং সকলকে বই পড়তে উদ্বুদ্ধ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, ‘সন্দ্বীপে এই প্রথম ভ্রাম্যমান বইমেলা একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। ভাষার মাসে এ ধরনের কাজ যারা করেছে তাদের ধন্যবাদ। এসকল কর্মকান্ড দেখে ভবিষ্যতে আরও অনেকে বই পড়ার প্রতি অনুপ্রাণিত হবে। এ ধরনের কর্মকান্ড এগিয়ে আসবে।’ ভ্রাম্যমান বইমেলার আয়োজকরা বলেন, ‘সন্দ্বীপে প্রথমবারের মতো ব্যতিক্রমী আয়োজন ভ্রাম্যমান বই মেলা করছি। মানুষের মনে বাংলা ভাষার আবেগপ্রবণ অনুভূতি বিকাশের জন্য আমাদের এ আয়োজন। আমরা শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’