সন্দ্বীপে নৌকার বিপক্ষে আ.লীগ নেতা, রফিক ও সুমন বহিষ্কার

21

সন্দ্বীপ প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং রাজিবুল আহসান সুমনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে উত্তর জেলা আওয়ামী লীগ। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় বৃহস্পতিবার ১৮ মে বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান। সভায় এক প্রস্তাবে আসন্ন সন্দ্বীপ উপজেলা পরিষদ উপ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের প্রার্থীর বাইরে নির্বাচনে প্রার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ উপ-ধারাবলে উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব রফিকুল ইসলামকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। এবং তার পক্ষে প্রকাশ্যে প্রচারকার্যে অংশ নেয়ায় রাজীবুল আহসান সুমনকে উত্তর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে অব্যাহতি দেয়া হয়।  চুড়ান্ত বহিস্কারের জন্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে এম এ সালাম বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ শক্তিশালী একটি সাংগঠনিক ইউনিট। সংগঠন বিরোধী কার্যকলাপ চালালে এখানে কাউকেও ছাড় দেয়া হবেনা। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষে ৭১ এর স্বাধীনতা বিরোধী চক্র এবং ৭৫ এর কুশীলবরা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, এড ফখরদ্দিন চৌধুরী, মো আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ রাশেদ, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, কৃষি সম্পাদক মো আলী শাহ, দপ্তর সম্পাদক মো নুর খান, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আবুল বশর, ফোরকান উদ্দিন আহমেদ, সরওয়ার হাসান জামিল, মো সেলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ প্রমুখ।