সন্দ্বীপে ডাকাতির ঘটনায় গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

40

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আরো ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নুর ইসলামের (৩০) বাড়ী ফটিকছড়ি ভুজপুরে। ধৃত অন্যদের মধ্যে সেলিমের (৩৬) বাড়ী সন্দ্বীপের হারামিয়ায় এবং মনির (২৮) ও করিম (৩৯) এর বাড়ী দ্বীপের মগধরা ইউনিয়নে। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা কিছু লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত কিছু সরঞ্জামও উদ্ধার করার কথা জানায় সন্দ্বীপ থানা পুলিশ। সোমবার বিকেলে সন্দ্বীপ থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক ভাবে ডাকাতির ঘটনার দায় স্বীকার করেছে। লুণ্ঠিত বাকী মালামাল ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ৫ মার্চ সন্দ্বীপ থানার হারামিয়া ৮নং ওয়ার্ডে সালাউদ্দীনের বাড়ীতে এবং মগধরা ১নং ওয়ার্ডে স্কুল শিক্ষিকা নিপার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় থানায় মামলা রুজু হয়। পরদিন পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে এবং তাদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাচাই করে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল আরো ৪জনকে গ্রেফতার করে। স্কুল শিক্ষিকা নিপার ভাই রেজাউল করিম জানান, জেলা ডিবি পুলিশের সহযোগিতায় সন্দ্বীপ থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা সন্তোষ প্রকাশ করছি।