সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

19

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় “বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, লিগাল এইড কমিটি, উপজেলা চৌকি আদালত এর আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা কমপ্লেক্স আইনজীবী সমিতি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল হোছাইন এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ আইনজীবী সমিতি’র সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট  মঞ্জুরুল আমিন, সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকের হোসেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ আইনজীবী সমিতি’র সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুরুল আমিন, সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকের হোসেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্যানেল আইনজীবী সাইফুদ্দিন উদ্দিন মিলাদ। সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন, বিনামূল্যে আইনি সহায়তার কথা আমরা মুখে বলি কিন্তু বাস্তবতার সাথে কোন মিল নেই। একজন সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদান করি আমরা। কিন্তু তা ফলোআপ করি না। আইনজীবী এবং জনপ্রতিনিধি’দের উচিত আইনের সুশাসন বাস্তবে রুপ দেওয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা বলেন, সাধারণ জনগণের দুয়ারে আইনের সহায়তা পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সন্দ্বীপ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিলো মানুষের দ্বার প্রান্তে বিনামূল্যে আইনি সেবা প্রদান। সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারণ সাধারণ মানুষ জানে না সরকার এমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। তা প্রচারের মাধ্যমে জনগণকে জানাতে হবে। সভায় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল হোছাইন। তিনি বলেন, সমাজে যারা অর্থের কারণে মামলা করতে পারছেন না। মামলায় কনটেস্ট করতে পারছেন না। তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া এই দিবসের মূল লক্ষ্য। আইন সেবার একটি হটলাইন চালু আছে ১৬৪৩০ এর মাধ্যমে আইনি সহায়তা পাবেন। সিভিল কোর্টে যে ছোট খাটো মামলা রয়েছে তা আমরা ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেই। অনেক সময় মামলাগুলোর তদন্ত রিপোর্ট আসতে বিলম্ব হয়। আমাদের মেয়র ইউপি চেয়ারম্যানরা অনেক বিলম্ব করেন। আমি আশা করবো ভবিষ্যতে দ্রুত তদন্ত রিপোর্ট পাঠাবেন। আপনাদের মাধ্যমে যে লিগাল এইড তা পুরো সন্দ্বীপে বিস্তৃতি ঘটবে। বক্তব্য শেষে তিনি সভার সম্পাত্তি ঘোষণা করেন। এছাড়া অনুষ্ঠানে সন্দ্বীপ প্রেস ক্লাব সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফ রাব্বী সহ সন্দ্বীপের আইনজীবীরা উপস্থিত ছিলেন।