সন্দ্বীপে ঘষামাজা করে পণ্য বিক্রি, অভিযানে অর্থদণ্ড প্রদান

16

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে ঘষামাজা করে বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১২/০৪/২০২৩ তারিখে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় বেশি মূল্যে পণ্য বিক্রয় করা এবং পণ্যের দামের স্থানে ঘষামাজা করে ৫৫০ টাকার পণ্য ৬২৫ টাকা লিখার অপরাধে এনাম নাহারস্থ আব্দুল্যাহ ফার্মেসির শেখ ফরিদ(৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে হারামিয়া ইউনিয়ন এর চৌমুহনী বাজারের ইলিয়াস সওদাগরকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান। তিনি বলেন, রমজানে এই ধরণের অভিযান অব্যহত থাকবে।