সন্দ্বীপে উপকূলীয় এলাকায় স্বাস্থ্য সেবা বিষয়ক প্রেস কনফারেন্স

19

সন্দ্বীপে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের উপকূলীয় এলাকায় স্বাস্থ্য সেবা বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার স›দ্বীপ উপজেলাস্থ এসডিআই আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা নেটওয়ার্কিং কমিটির সভাপতি ফাতেমা বেগম। নেটওয়ার্কিং কমিটির সম্পাদক ইলিয়াস কামাল বাবুর সঞ্চালনায় শুরুতে প্রেস কনফারেন্সের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনার পরে, স্বাস্থ্য বিষয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করেন রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী অতুল কৃষ্ণ মজুমদার। উক্ত সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন রহমতপুর ইউপি চেয়ারম্যান মাস্টার ইলিয়াস খাঁন, আজিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী সুফিয়ান মানিক, মাস্টার হুমায়ুন কবির সেলিম, ইসমাঈল হোসেন মনি, সিবিও সদস্য খালেদা বেগম, আক্তারা বেগম প্রমুখ। এ সময় বক্তারা, স্বাস্থ্য বিভাগের লোকবল ঘাটতি, অনিয়ম, অব্যবস্থাপনা সহ স্বাস্থ্য সেবায় কর্মরতদের কাজের অবহেলা, গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরার পাশাপাশি ১৭ জন নতুন এমবিবিএস ডাক্তার নিয়োগে সকলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে তাদের সন্দ্বীপে অবস্থান নিশ্চিত করার বিষয়ে এবং যথাযথ দায়িত্ব পালন বিষয়ে সচেতন নাগরিকদের ফলোআপ মনিটরিং এর উপর গুরুত্ব প্রদান করেন। বিশেষ করে ১০ শর্য্যা হাসপাতালেসহ কমিউনিটি ক্লিনিক গুলোতে নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তারের অবস্থান নিশ্চিতে সংবাদ কর্মীদের মনোযোগ আকর্ষণ করা হয়। এছাড়া হারামিয়া ২০ শর্য্যা হাসপাতালের আন্তবিভাগ চালু না করার বিষয়টিও খতিয়ে দেখার জন্য নির্বাহী কর্মকর্তা বরাবরে অনুরোধ জানান। তারা আরাে বলেন, বিভিন্ন সরকারী দপ্তরগুলোর সেবা সম্পর্কে সাধারণ জনগণ অবহিত না বলে তারা সে সেবাগুলো গ্রহণ থেকেও বঞ্চিত থাকছে। তাই সাধারন জনগণকে সকল দপ্তর তাদের সেবা সম্পর্কিত সচেতনতা মুলক প্রোগ্রাম চালু করে সেবা সম্পর্কিত তথ্য প্রদানের ব্যবস্থা করা উচিত।