সন্দ্বীপে আবাদযোগ্য জমি অনাবাদি রাখায় জমি খাসকরণ কার্যক্রম শুরু

33

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে শনিবার ১২ তারিখে ৩ বছরের অধিক সময়ে আবাদযোগ্য জমি অনাবাদি রাখায় গত ১৩ সেপ্টেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার নির্দেশনা মোতাবেক হারামিয়া মৌজার ২.৭০ একর জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯২ (১) (গ) ধারা প্রয়োগ করে খাসকরণের কার্যক্রম শুরু করে সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, সহকারী কমিশনার মোঃ মঈন উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কিন্তু সে তুলনায় জমির পরিমাণ কম। তাই মাননীয় প্রধানমন্ত্রী সকলকে জমি অনাবাদি না রেখে চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। এতে করে একদিকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো অন্যদিকে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। তাই সকলকে নিজ নিজ জমি পতিত না রেখে আবাদ করার অনুরোধ করেন এসিল্যান্ড। অন্যথায় বিদ্যমান আইন প্রয়োগ করে জমি খাস করা হব বলে জানান।