সন্দ্বীপে অস্ত্র মামলার আসামি পলাতক এলাকায় আতঙ্ক

9

সন্দ্বীপ প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে গত ৮ আগস্ট একই ওয়ার্ডের ফরিদ মেম্বারের ভাতিজা রবিনকে অস্ত্র সহ ধাওয়া করে এলাকাবাসী।
জানা যায়, মুছাপুর ইউনিয়নের আলতাফ হোসেনের মুদি দোকানের সামনে বিএনপির পদধারী নেতা আসাদ জামান রবিনের সাথে স্থানীয় দুই-তিন জন যুবকের সাথে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির জের ধরে ঐ যুবকদের উদ্দেশ্য করে দেশি এলজি বের করলে তাৎক্ষণিক উপস্থিত জনতা রবিনের হাত থেকে ঐ যুবকদের রক্ষা করার জন্য চেষ্টা করলে এক পর্যায়ে রবিন অস্ত্র রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে পুলিশ বাদি হয়ে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মুছাপুর ইউনিয়নের বাসিন্দারা বলেন, রবিন দীর্ঘদিন যাবত অস্ত্র ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এলাকায় ওই ঘটনার পর থেকে প্রতি রাতে ফাঁকা গুলির শব্দ শুনা যাচ্ছে। আসামি রবিন গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।
এই বিষয়ে সন্দ্বীপ থানার এসআই আশরাফুজ্জামান বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।