সন্দ্বীপের পূজামন্ডপের জন্য এমপি’র সহায়তা

18

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপের প্রতিটি দুর্গামন্ডপে ৫০ হাজার টাকা ও মন্ডপে আগত ৩০০ অসহায় ভক্তদের জন্য শাড়ী বরাদ্দ প্রদান করেছেন সংসদ সদস্য মিতা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খিসার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পূজা পরিষদের সভাপতি মাষ্টার মাধব চন্দ্র রায় প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলাউদ্দীন বেদন, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, কালাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজী টিটু, আওয়ামীলীগ নেতা আবু তাহের, দেলোয়ার হোসেন, প্রনব মজুমদারসহ অনেকে। সভা শেষে প্রধান অতিথি সাংসদ মিতা সন্দ্বীপের ৩০টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে তার ব্যক্তিগত তহবিলের বরাদ্দের টাকা ও দুঃস্থদের শাড়ী তুলে দেন।