সন্দ্বীপের এমপি মিতার ছবিতে ক্রস দিয়ে হেনেস্থা করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ

15

সন্দ্বীপ প্রতিনিধি:
৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশে সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাফর উল্যা টিটু, উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা যুবলীগ সভাপতি প্রার্থী রাজিবুল আহসান সুমন এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল কাদের মিয়া’র নেতৃত্বে সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতার ছবিতে ক্রস দিয়ে মিছিল বের করায় প্রতিবাদ সমাবেশ করেছে সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। গত ৭ ডিসেম্বর সকালে পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে দলে দলে শ্লোগান নিয়ে উপজেলা কমপ্লেক্সে এসে জড়ো হয় নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে সন্দ্বীপ উপজেলা সদরের মূল সড়কে সবাই বিক্ষোভে ফেটে পড়ে। মিছিল শেষে উপজেলা গেইটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ, সিরাজুল ইসলাম চৌধুরী, মগধরা ইউপি চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন,প্যানেল মেয়র সফিকুল মাওলা, কমিশনার মোঃ তাহের, শাকিল উদ্দিন খোকন। সভা সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন। সভায় বক্তারা বলেন, যারা এমপি মহোদয়ের ছবিতে লাল দাগ দিয়েছেন তাদের আমলনামা যদি খোঁজা হয় তাহলে সারাজীবন লাল কালি দিলেও কম হবে। এমপি মাহফুজুর রহমান মিতা সাহেবের জনপ্রিয়তার ধারে কাছেও এ লোকগুলো নেই। তাই তারা ষড়যন্ত্রকে বেঁছে নিয়েছে। পলোগ্রাউন্ডের জনসভায় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাবে যারা এমপি মিতার ছবিতে ক্রস চিহৃ দিয়ে মিছিল করেছে প্রকারান্তরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করেছে। তারা আওয়ামী লীগ হতে পারেনা। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তাদের রাজনৈতিক ইতিহাস প্রশ্নবিদ্ধ। তারা মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধাচারন করা মানে উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া। অবিলম্বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, পৌর কমিশনার মহব্বত বাঙ্গালী, মোক্তাদের মাওলা ফয়সাল, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ আরো অনেকে।