সন্দীপনার স্বাধীনতা দিবসের কর্মসূচি

10

জাতীয় শিশু-কিশোর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে থাকবে-‘জাতির পিতার স্বপ্ন সাধন/মুজিব বর্ষের অঙ্গীকার’ স্লোগানকে উপজিব্য করে ৭১’র রণাঙ্গনে আত্মবলিদানকারী বীর বাঙালির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় বাংলা ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও পুষ্পস্তবক অর্পণ, ‘রক্তের দামে কেনা অর্জিত স্বাধীনতা পরাভব মানতে জানে না’ শীর্ষক আলোচনা সভা, যুদ্ধদিনের গান, স্বাধীন বাংলা বেতারের পরিবেশিত সঙ্গীত, ‘কবিতার পংক্তিতে বীর বাঙালির শৌর্য-বন্দনা’ শীর্ষক বৃন্দ আবৃত্তি, ভাস্কর ডিকে দাশ মামুন রচিত-নির্দেশিত ‘স্বাধীনতার বিড়ম্বনা’ নাটকের প্রদর্শনী। ন ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা সন্দীপনার দোস্ত বিল্ডিংস্থ মিলনায়তন চত্বরে পালিত হবে। এ উপলক্ষে সংগঠনের প্রস্তুতি সভা ৬ মার্চ বিকাল সাড়ে ৫টায় গণমাধ্যমকর্মী মুকুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচি সফল করতে অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজুকে চেয়ারম্যান, এমরান হোসেন মিঠুকে মহাসচিব, মো. আজগর আলীকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট মহান স্বাধীনতা দিবস উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি