সন্দীপনার সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিষদের সভা

80

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৪ দিনের কর্মসূচী সফল করতে সাংস্কৃতিক ও প্রতিযোগিতা উপ পরিষদের এক সভা ১৫ জানুয়ারী বিকাল ৩টায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সাংস্কৃতিক ও প্রতিযোগিতা উপ পরিষদের যুগ্ম আহবায়ক শিল্পী ইমরান ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে কর্মসূচি তুলে ধরেন একুশ উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন চৌধুরী। কর্মসূচি সফল করার আহŸান জানিয়ে বক্তব্য রাখেন- শিল্পী রতন কুমার রাহা, বিশিষ্ট সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, কবিয়াল অশ্বিনী কুমার দাশ, ইঞ্জিনিয়ার সঞ্চয় কুমার দাশ, কবিয়াল আব্দুল লতিফ, সংগঠক প্রণব রাজ বড়–য়া, প্রধান শিক্ষাক তরণী কুমার সেন, সংগঠক মোশাররফ হোসেন খান রুনু, শিক্ষিকা তাহেরা খাতুন, প্রকৌশলী অনিত কুমার নাথ, নাট্যকর্মী কে.কে. বাবুল, নাট্যকর্মী জাহানারা পারুল, সাংবাদিক হারুন অর রশিদ, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, আইটি এক্সাপার্ট মো. ইসমাইল হোসেন, নাট্যকর্মী জাহানারা পারুল, শিল্পী বৃষ্টি দাশ, নাট্যকর্মী মো. রাশেদ, মো. দিদার হোসেন, মো. আজগর আলী, রাসেল দত্ত রাজু, শিল্পী তপন কুমার দাশ, সংগীত শিল্পী বৃষ্টি দাশ, নিগার খন্দকার, একরামুল হোসেন, কাজলী আক্তার, শাহীন হোসেন, মৈত্রী আচার্য, জ্যোতি শর্মা, শিক্ষাবিদ বাবুল দাশ, সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি.কে.দাশ (মামুন)। মহান একুশ উপলক্ষে সংগীত, আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং একুশের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুকদের সন্দীপনার দোস্ত বিল্ডিং কার্যালয়ে যোগাযোগের আহŸান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি