সন্দীপনার সভা

17

১ মার্চ সকাল সাড়ে ৯টায় সন্দীপনার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে মহান স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, ‘মুক্তিযুদ্ধের সূর্য সন্তানেরা বাঙালি জাতির নিকট চিরশ্রদ্ধার অকুতোভয় বীর’ শীর্ষক সভা, স্বাধীন বাংলা বেতারের গান, দলীয় উদ্বোধনী সংগীত, কবিতা পাঠের আসর প্রভৃতি। সন্দীপনার পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শুরুতে মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করে স্বাগত বক্তব্য রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি.কে দাশ মামুন। অতিথিবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, চবি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, ডাক্তার এম. মুক্তাদির, লায়ন দুলাল কান্তি বড়–য়া, অধ্যক্ষ ড. শেখ এ. রাজ্জাক রাজু, শওকত আলি সেলিম, শিল্পি মুসলিম আলি জনি, নজরুল ইসলাম মুসতাফিজ, সংগঠক মো. হোসেন, ভাস্কর পীযুষ সরকার, নিবেদীতা আচার্য, আবৃত্তি শিল্পী মেজবাহ্ উদ্দিন চৌধুরী, জাবের হোসেন, এমরান হোসেন মিটু, কবি সজল কান্তি দাশ, ইঞ্জি. সঞ্চয় দাশ প্রমুখ। শেষ পর্বে সন্দীপনার শিল্পীদের মাঝে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন- শিল্পী সমীর চন্দ্র সেন, শিল্পী বাসুদেব রুদ্র, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী জ্যোতি শর্মা, মৈত্রী আচার্য্য, প্রান্ত দেব, ডা. শিউলী চৌধুরী, মিন্টু কুমার বড়–য়া, মিতা দাশ, আঁখি আক্তার, আসমা সুলতানা, শারমিন আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি