সন্দীপনার মাতৃভাষা দিবসের কর্মসূচি উদ্বোধন

61

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৪ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি দোস্ত বিল্ডিং চত্বরে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বায়ান্নে ভাষা আন্দোলনের শহীদানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট ব্যাংকার সংস্কৃতিসেবী নুরুল আরশাদ চৌধুরী। সন্দীপনার সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত ভাষণ রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে দাশ মামুন। সম্মানিত অতিথি-আলোচকদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, রাজনীতিবিদ ভানুরঞ্জন চক্রবর্ত্তী, সন্দীপনা কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব, অধ্যাপক রুবী বিশ্বাস, শিল্পী এম.এ হাশেম, অধ্যাপক ডা. ডি.কে ঘোষ, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, এম.এ সালাম, শ্রীমৎ কৃপানন্দ পুরী মহারাজ, কবিয়াল আবদুল লতিফ, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, গীতিকার ইমরান ফারুকী, রাজনীতিবিদ এস.এম. আকতারুল আলম, কবিয়াল সঞ্চয় কুমার দে, শিল্পী রতন কুমার রাহা, সংগঠক শওকত আলী সেলিম, শিল্পী ডা. শিউলী দে, নাট্যকর্মী কে.কে বাবুল, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, নাট্যকর্মী জাহানারা পারুল, আবৃত্তি শিল্পী আঁখিরুন্নেছা দিনা প্রমুখ।
সন্দীপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদ-২০১৯ এর আহব্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্যে বক্তারা বলেন- ভাষার জন্য আত্মবলিদানকারী বাঙালির ইতিহাস সমগ্র বিশ্বের সকল স্বাধিকার আন্দোলনের সেরা আন্দোলন। বুকের রক্ত দিয়ে ঢাকার রাজপথে শহীদানেরা বর্ণমালার আলপনা এঁকে দিয়ে সেদিন প্রমাণ করেছিল এই জাতি মা-মাটি-মানুষকে প্রাণের চেয়েও ভালোবাসেন। সেই ভালোবাসার টানে মহান জাতির পিতা বঙ্গবন্ধুর আহব্বানে ১৯৭১ এর অকাতরে প্রাণ দিয়েছিল বাঙালি; যার মূল প্রেরণায় ছিল বায়ান্নের ভাষা আন্দোলন। নতুন প্রজন্মকে সেই সত্যকে উপলব্ধি করার সময় এসেছে। সকল বিভ্রান্তি এড়িয়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা নির্মাণে ভূমিকা রাখতে হবে। মেধা আর মুক্তবুদ্ধির চর্চায় শাণিত করতে নতুন প্রজন্মের চেতনা। ‘জয় বাংলা’ স্লোগানের মান রাখতে হলে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি হতে স্বাধীনতা বিরোধী চক্রের আভাস, চিন্তা-চেতনা ধূয়ে মুছে দিতে হবে। সভার শুরুতে সূচনা সংগীত পরিবেশন করেন শিল্পী বৃষ্টি দাশ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ওস্তাদ মোহন-স্বপন স্মারক শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ২ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। সবশেষে মনোজ্ঞ দেশাত্ববোধক ও গণসংগীতের আসরে সন্দীপনার শিল্পীগণ অংশগ্রহণ করেন। সন্দীপনার ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালা দোস্ত বিল্ডিংস্থ চত্বরে একুশের মুক্ত মঞ্চে পালিত হবে। সংগঠনের পক্ষ থেকে গৃহিত কর্মসূচী সফল করতে আহব্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি