সন্ত্রাস ও মাদকের সাথে কোনো আপস নয়

48

সীতাকুন্ডে পুলিশ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বিপিএম, পিপিএম খন্দকার গোলাম ফারুক। গতকাল রবিবার সকালে সীতাকুন্ড থানা প্রাঙ্গণে ‘জনগণ প্রশাসন মিলেমিলে সুশাসন’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহের কর্যক্রম শুরু করা হয়।
রবিবার সকালে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বিপিএম, পিপিএম খন্দকার গোলাম ফারুক বলেন, জঙ্গি, সন্ত্রাস ও মাদকের সাথে পুলিশের কোন আপোষ নয়। বাংলাদেশ পুলিশ দেশের জনগণের কল্যাণে সপ্তাহে সাত দিন ও বছরের সবকটি
দিন সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে পুলিশের সক্ষমতায় জঙ্গি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মাদকদ্রব্য পাচারও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। কক্সবাজার টেকনাফের মাদক ব্যবসায়ীরা পুলিশের অভিযানের কাছে আত্নসমর্পণ করছে। প্রধানমন্ত্রী যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে কোন সন্ত্রাসী দল বা কোন পক্ষ থাকবে না। এখন শুধুই আইনের শাসন চলবে। আইনের অপব্যবহার হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীতাকুন্ড থানা পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার বিপিএম, পিপিএম নুরেআলম মিনা’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুন্ড সার্কেল শর্মা রানী সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলিম উল্ল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সীতাকুন্ড ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আফাজ, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান (বারৈয়াঢালা), তাজুল ইসলাম নিজামী (সৈয়দপুর), জাহেদ হোসেন নিজামী (মুরাদপুর), শওকত আলী জাহাঙ্গীর (বাঁশবাড়িয়া), মোরশেদ চৌধুরী (কুমিরা) মনির আহাম্মদ (সোনাইছড়ি), সালাউদ্দিন আজিজ (সলিমপুর) ও ওসি অপারেশন মো. জাব্বারুল ইসলাম, ওসি ইন্টেলিজেন সুমন বড়–য়াসহ উপজেলা ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র নেতৃত্বে পুলিশ সেবা সপ্তাহের একটি র‌্যালি সীতাকুন্ড পৌরসদর বাজার এলাকা পদক্ষিণ করে।
­