সদারঙ্গের উচ্চাঙ্গ সংগীত সম্মেলন

14

 

দুদিনব্যাপী সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন সমাপ্ত হলো। রয়ে গেলো সেতার, সরোদ, তবলা, বেহালা ও কণ্ঠের সুরের অনুপম অনুরণন। দেশ-বিদেশের প্রায় ৫০ জন উচ্চাঙ্গ সংগীত শিল্পী এ সম্মেলনে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী সম্মেলনের শেষ পর্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক ড. বদিউল আলম।
সুরসপ্তক বিদ্যাপীঠের শিক্ষার্থীবৃন্দের চতুরঙ্গ ও রাগমালা সম্মেলক পরিবেশনার মধ্য দিয়ে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন পর্ব শুরু হয়। পরিচালনায় ছিলেন ফাল্গুনী বড়ুয়া। তবলায় ছিলেন রাজীব চক্রবর্তী। এরপর মারুবিহাগ রাগে মুগ্ধ করেন আমেরিকা হতে আগত পারমিতা দাশ মুমু। ত্রিপুরা থেকে আগত পÐিত শ্যামল দেবের পরিমিত তবলা উপস্থিত সকলকে সুরসাগরে অবগাহন করেন। এরপর রাগেশ্রী রাগ পরিবেশন করেন রাজশাহীর আলমগীর পারভেজ সুমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী তিথিনু মারমা। এতে তবলার একক বাদন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পÐিত শ্যামল দেব। বিজ্ঞপ্তি