সদস্যদের মাঝে মমতার প্রাণিসম্পদ উপকরণ বিতরণ

10

মমতা পরিচালিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের প্রাণিসম্পদ খাতের উদ্যোগে সদস্যদের মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলার চাতরী শাখায় মমতার সদস্যদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ।
বিতরণকৃত উপকরণসমূহের মধ্যে রয়েছে মাংসের জন্য ব্রয়লার টাইপ প্যাকিং জাতের হাঁসের বাচ্চা, উচ্চমূল্যের মসলা ফসল উৎপাদনের বীজ, নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র স্থাপনের সরঞ্জামাদি, অধিক পুষ্টি সম্পন্ন ফিডার উৎপাদনের উপকরণ, মৌসুমি ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয় উপকরণ, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উদ্যোক্তাদের এককালীন আর্থিক অনুদানসহ অন্যান্য উপকরণসমূহ। বিতরণপূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহকারী পরিচালক মু. এনামুল হক, সহকারী পরিচালক মনজুর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বৃষ্টি বড়–য়া, কৃষিকর্মকর্তা এস.এম লিটন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি