সত্যের সন্ধানে

80

আলোর অঙ্গনে যখন
মিথ্যের বসতবাড়ি; সেখানে তখন
মানুষ কেবলি ঘুমায়,
সেখানে তখন জেগে থাকে-
মিথ্যের মিছিল;
আরও বেশি আলো নিয়ে
অকস্মাৎ কেউ আসে,
মেকি আলোর পুরোনো ব্যাকরণ ভেঙে
নিয়ে যায় নুুন ঐজ্জ্বল্যের দিকে,
ক্লিষ্ট-পিষ্ট হয়;
পথপ্রদর্শক আহত আত্মায়
হেসে ওঠে তবু,
কপোলে সত্যের দাগ দেখে-
নব অনুভবে হেঁটে চলি তার পিছু
সত্যের সন্ধানে ভেঙে যায় সব ঘুম।