সত্যিকার মানুষ হতে হলে মাটি ও মানুষকে ভালোবাসতে হবে

39

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশে চিকিৎসা জগতের বিস্ময় জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের মহৎ ও নানাবিধ সৃষ্টিশীল কর্মগুলো অনুসরণ ও অনুকরণ করার উপর গুরুত্বারোপ করে বলেন, সত্যিকার মানুষ হতে হলে মাটি ও মানুষকে ভালবাসতে হবে, নিজের শিক্ষা প্রতিষ্ঠান ও পেশার প্রতি আন্তরিক হতে হবে এবং মানুষের সেবা ও কল্যাণে নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে।
তিনি এমবিবিএস ছাত্র-ছাত্রীদেরকে হাতে-কলমে জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণায়ও আন্তরিক হওয়ার আহবান জানান। তিনি গত মঙ্গলবার সকালে ইনস্টিটিউট অব এ্যপ্লাইড হেলথ সায়েন্স (আইএএইচএস)’র এমবিবিএস ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনমিয় ও অনুপ্রেরণামূলক বক্তব্য দিচ্ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএএইচএস’র প্রিন্সিপাল প্রফেসর ডা: এএমএম এহতেশামুল হক, শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর ডা: আবু জাফর মোহাম্মদ সাদেক, ফিজিওলজি বিভাগের প্রধান ডা: সাবিনা ইয়াছমিন, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা: প্রণয় কুমার মজুমদার, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা: ইমরানুল মাওয়া, প্যাথলজি বিভাগের প্রধান ডা: রাহাত আনজুম প্রমুখ। গুগল চার্জ করে কিংবা লাইব্রেরি ওয়ার্ক করে কোনরকমে এমবিবিএস পাস করা যাবে কিন্তু কখনও ডাক্তার হতে পারে না উল্লেখ করে আইএএইচএস’র প্রিন্সিপাল প্রফেসর ডা. এ এম এম এহতেশামুল হক বলেন, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে, বাড়িতে অনুশীলন করতে হবে এবং দিনের পড়া দিনেই শেষ করতে হবে। এভাবে এগিয়ে গেলে তবে জীবন হবে সফল। বিজ্ঞপ্তি