সচেতন নাগরিক গণ উন্নয়ন পরিষদের সভা

5

সচেতন নাগরিক গণ উন্নয়ন পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা গতকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চট্টগ্রামস্থ বাঁশখালী উপজেলার প্রধান সড়কে প্রতিদিন যানবাহন বেপরোয়াভাবে চলাচলের কারণে গাড়ী দুর্ঘটনার শিকার হয়। মানুষ মারা যাচ্ছে। তাই পুকুরিয়া হতে টৈটং পর্যন্ত সড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে। পরিষদের পক্ষ হতে প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। প্রশাসনকে লাইসেন্স ছাড়া চলাচলরত গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান তারা। সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক গণ উন্নয়ন পরিষদের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সচেতন নাগরিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু। বিশেষ অতিথি ছিলেন ১২নং ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম হারুন-অর-রশিদ, সাবেক মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, সচেতন নাগরিক গণ উন্নয়ন পরিষদের নেতা রাজেন কান্তি দত্ত, সচেতন নাগরিক গণউন্নয়ন পরিষদের উপদেষ্টা আবু আহম্মদ, শহীদ জাহান চৌধুরী খোকন, নজির আহম্মদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি