সচল হচ্ছে মেসির প্রতারণা মামলা

15

স্প্যানিশ আদালতে আবারও সচল করা হচ্ছে লিওনেল মেসি ফাউন্ডেশনের নামে হওয়া প্রতারণা মামলা। আগে পর্যাপ্ত প্রমাণের অভাবে বার্সেলোনা আদালতে খারিজ হয়ে গিয়েছিল মামলাটি। প্রতারণা, তছরুপ ও অর্থ পাচারের দায়ে ফাউন্ডেশনের নামে মামলা দায়ের করেছিল দাতব্য প্রতিষ্ঠানটিরই সাবেক কর্মী ফেডেরিকো রেট্টোরি। প্রমাণের অভাব থাকায় গত সেপ্টেম্বরে মামলাটি খারিজ করে দেন বার্সেলোনা আদালত। বাদী ফেডেরিকো রেট্টোরির পুনরায় আবেদনের প্রেক্ষিতে আবারও সেই মামলাটি নতুন করে সাজানোর ব্যবস্থা নিয়েছেন মাদ্রিদ হাইকোর্ট। বাদীর কাছে মামলার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ আছে বলে ইএসপিএন এফসিকে জানিয়েছেন আদালতের মুখপাত্র মারিয়া টার্ডন।
রেট্টোরির মামলায় বলা হয়েছিল, দাতব্য কাজের নামে মেসি ফাউন্ডেশন অর্থ সংগ্রহ করে বেসরকারি খাতে বিনিয়োগ করছে। ২০১৮ সালে এমন এক অভিযোগ করেছিল স্প্যানিশ দৈনিক এবিসির দুই সাংবাদিকও। তাদের দাবি ছিল, মেসির দাতব্য প্রতিষ্ঠানে আর্থিক অস্বচ্ছতা রয়েছে।