সকাল বেলার পাখি

65

 

আমি হব সকাল বেলার পাখি
সূর্যমামা ওঠার আগে উঠতে পারো নাকি?
রাত শেষের ওই আধার মানিক ফিকে হয়ে আসে
পূব আকাশে লালের আভা রঙ ছড়িয়ে ভাসে

দেখতে হলে সাত সকালে পূবের বারান্দায়
সবাই তখন ঘুমের চাদর মুড়িয়ে দিয়ে গায়।
ঘুমের ঘোরে থাকো তখন রাতজাগা সব পাখি
সূর্যিমামা ওঠার আগে উঠতে পারো নাকি?

এই শহরে সকাল বেলার পাখি মেলাই ভার
সূয্যি ওঠে ফাক তালে কোন কেউ জানে না আর।
এই শহরের শিশুরা সব উঠছে বেড়ে নুইয়ে
সুয্যিমামা ঠিক সকালে উঠছে রোজই ভুইয়ে।