সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে গণফোরাম এগিয়ে যাবে : ড. আবু সাইয়িদ

118

গত ১৪ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে গণফোরাম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার এক যৌথ কর্মী সম্মেলন দক্ষিণ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক প্রাক্তণ অধ্যক্ষ বাবু উজ্জ্বল ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রনজিত সিকদারের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি, অন্যতম সংবিধান প্রণেতা, প্রাক্তণ মন্ত্রী, অধ্যাপক ড. আবু সাইয়িদ। প্রধান বক্তা ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র এড. চট্টলার কৃতি সন্তান বাবু সুব্রত চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. জগলুল হায়দার আফ্রিক, এড. আবদুর রহমান জাহাঙ্গীর, কেন্দ্রীয় কমিটির ট্রেজারার এড. মহিউদ্দিন আবদুল কাদের, যুব গণফোরাম কেন্দ্রীয় কমিটির সচিব ও গণফোরাম নেতা মোহাম্মদ উল্লাহ মধূ, ঐক্যবদ্ধ ছাত্র সমাজ নেতা সানজিদ রহমান শুভ, রিয়াদ হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সংহতি পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি বেলাল হোসেন শান্ত, গণফোরাম চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর সম্মেলনে প্রস্তুতি কমিটির সমন্বয়ক এবং উত্তর জেলা কমিটির সভাপতি রতন ব্যানার্জ্জী, নাগরিক ঐক্য চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো: সোহরাব হোসেন, মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক মনছুর মাহমুদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ সভাপতি শওকত আলী, যুগ্ম আহŸায়ক ডা: আশীষ বড়ুয়া, সদস্য সচিব মো: মহিউদ্দিন চৌধুরী ঈসা, উত্তর জেলা নেতা মোবারক হোসেন চৌধুরী (বাবু) প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক ড. আবু সৈয়দ বলেন যে, গণফোরামের অগ্রযাত্রা কেউ ব্যহত করতে পারবে না। গণফোরাম বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির একমাত্র ভরসাস্থল হয়ে উঠেছে। প্রধান বক্তা বলেন যে, গনফোরামের শত সহস্র নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যের পথে কোন বাধা-ব্যর্থ হতে বাধ্য। আমরা একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক ও শোষনমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলব। সকল গণতান্ত্রিক ও প্রগতিশীলদের মহা ঐক্য সময়ের দাবী। গণফোরামের নেতাকর্মীগন আজ ঐক্যবদ্ধ। সভায় বক্তাগণ গণফোরামকে একটি গতিশীল ও কার্যকর গণভিত্তি সম্পন্ন জাতীয় দলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী ২৬ ডিসেম্বর জাতীয় সম্মেলন সফল করার আহব্বান জানান। বিজ্ঞপ্তি