সংস্কার বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন প্রকৌশলী ফজলুল্লাহ

2

সামাজিক সংগঠন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ ঢাকাস্থ সর্ববৃহৎ সামাজিক ও মানবিক সংগঠন “সংস্কার বাংলাদেশের” বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৮ ও ৯ অক্টোবর ঢাকাস্থ একটি কনভেনশন হলে ২ দিন ব্যাপী অনুষ্ঠানে সংগঠনের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কার বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ায় প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি এবং প্রয়াস পরিবার সংস্কার বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রকৌশলী এ.কে.এম ফজলুল্লাহ কর্মজীবনে ব্যস্ততার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও পেশাগত সংগঠনের সাথে নিজেকে সংযুক্ত রেখেছেন। তারমধ্যে তিনি লাইফ-ফেলো ইনষ্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা, চেয়ারম্যান-আইইবি চট্টগ্রাম কেন্দ্র (১৯৯৪-১৯৯৫), লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ বাংলাদেশ, চিটাগং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। এছাড়া তিনি সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রয়াস অ্যাওয়ার্ড ২০১২ এবং করোনাকালীন সম্মুখ যোদ্ধা হিসেবে সংস্কার বাংলাদেশ হতে সম্মাননা অর্জন করেন।