সংস্কারের জন্য আজ থেকে ১০ দিন রাতে বন্ধ কালুরঘাট সেতু

26

প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য কালুরঘাট সেতু আগামী দশদিন রাতে বন্ধ থাকবে। আজ সোমবার রাত থেকে দক্ষিণ চট্টগ্রামের সাথে সংযুক্ত রেলসেতুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পূর্ব রেলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন। তিনি বলেন, “কালুরঘাট সেতুর প্রয়োজনীয় সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে। এজন্য সোমবার (১৩ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত ১০ দিন সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে। একাজে প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে।” খবর বিডিনিউজের
কালুরঘাট সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়াসহ বিভিন্ন এলাকার লোকজন যানবাহনে যাওয়া আসা করে থাকে। এছাড়া এ রেল সেতু দিয়ে চট্টগ্রাম থেকে দোহাজারী লাইনে প্রতিদিন এক জোড়া ট্রেন এবং দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস ওয়েলও ট্রেনে আনা-নেওয়া করা হয়। কালুরঘাট রেল সেতু নির্মিত হয় ১৯৩০ সালে। ১৯৫৮ সালে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় এই সেতু বন্ধ রেখে সংস্কার কাজ করেছিল রেলওয়ে। এরপর বিভিন্ন সময় ছোটখাটো সংস্কার কাজ করা হয়েছে।
গত বছরের শেষ ভাগেও একবার সংস্কার করা হয়। বর্তমানে সেতুর মাঝখানের অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় রেল ও যানবাহন চলাচলের জন্য একটি নতুন সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন প্রকল্পের অংশ হিসেবে কালুরঘাট সেতুর স্থানে আরেকটি নতুন সেতু করার কথা রয়েছে।