‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’

47

উত্তর কাট্টলী সনাতনী সম্প্রদায় :
উত্তর কাট্টলী সনাতনী সম্প্রদায়ের আয়োজনে সনাতনী সম্প্রদায়ের ওপর বর্বোরচিত হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ কর্ণেল হাট প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কঙ্কন দাশ শর্মার সভাপতিত্বে ও সংগঠক টুনটু দাশ বিজয়ের সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা যামীনি কুমার দে, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালক মো. সাইফুল আলম, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক এড. নটু কুমার চৌধুরী, কৈবল্যধামের ট্রাস্টি অজয় মিত্র শংকু, মো. লোকমান আলী, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত , উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ডা. মুখেশ কুমার দত্ত বক্তব্য রাখেন আকবার শাহ থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি দিপক দাশ, পাহাড়তলী থানা পূজা পরিষদের সভাপতি মিথুন সরকার, রতন তালুকদার , নারী নেত্রী সবিতা বিশ্বাস, সোমা দাশ, পংকজ বিশ্বাস, সুমন চৌধুরী, চিম্ময় দত্ত, প্রমুখ কাট্টলীর বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, বক্তরা বলেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশে চলমান হামলার জন্য আজ সনাতনী সম্প্রদায় রাস্তায় নেমে এসেছে । উগ্রবাদী মহল এই ঘটনা ঘটিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রিতি বিনিষ্ট করে নিরহ মানুষকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, লুটপাট, ধর্ষণ করে মানুষ হত্যা করেছে। গুটি কয়েক সন্ত্রাসীর জন্য আমরা ঘরে বসে থাকবো না আঘাত আসলে প্রতিঘাত দিতে আমরা পিছ পা হবো না। মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে সিটি গেইটে প্রাঙ্গনে এসে শেষ হয়।
লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ :
বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ- চট্টগ্রাম জেলার আয়োজনে গত ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলা সভাপতি উৎপল রক্ষিতের সভাপতিত্বে প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চট্টগ্রামসহ সারাদেশে যারা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে তারা মানুষ না, তারা পিশাচ। এদের রুখে দেয়াই মানুষের কাজ। সভায় দেশের বিভিন্ন জেলায় পূজা মন্ডপে হামলা ভাঙচুর ও বাড়িঘরে আগুন দেয়ার সম্প্রীতির ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলা সংগঠন কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন এড. তপন দত্ত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অশেষ পুরোহিত, সহ-আন্তর্জাতিক সম্পাদক ডা. বিজন নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য্য, সেবক সংঘ জেলা সহ-সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী, সহ-সভাপতি অশোক গুপ্ত, সহ-সভাপতি সুনীল দত্ত, প্রবীর চক্রবর্ত্তী, সুবল দাশ, হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় আহব্বায়ক সুজিত সরকার, হিন্দু মহাজোট জেলা আহব্বায়ক অধ্যক্ষ সুজিত ঘোষ, সেবক সংঘ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক বাবুল দেবরায়, সাংগঠনিক সম্পাদক উৎপল দত্ত, সাংগঠনিক সম্পাদক কমল চক্রবর্ত্তী অলক, সহ-অর্থ সম্পাদক খোকন চক্রবর্ত্তী, সহ-দপ্তর সম্পাদক সুবাস দেব, প্রচার সম্পাদক মৃণাল কান্তি শীল, সাংস্কৃতিক সম্পদাক সুজন দেবনাথ, গ্রন্থনা সম্পাদক রতন কুমার বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিবু দাশ, প্রকাশনা সম্পাদক সৈকত দাশ ইমন, সহ প্রকাশনা সম্পাদক অপু কুমার বৈদ্য, বৃহত্তর চট্টগ্রাম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা দীপ্তি বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, জেলা কার্যনির্বাহী সদস্য রাজেন্দ্র প্রসাদ দাশ, সুজিত দত্ত, আশীষ চৌধুরী অপু ফটিকছড়ি উপজেলা আহব্বায়ক শ্রীমৎ বাসুদেব ব্রহ্মচারী, বোয়ালখালী উপজেলা সভাপতি বাবলু ঘোষ, প্রচার সম্পাদক রুমেল শীল, সীতাকুন্ড উপজেলা সভাপতি মানিক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মঠ অধ্যক্ষ মানিক দাশ, সহ-সভাপতি পন্ডিত গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য্য, আনোয়ারা উপজেলা সাধারণ সম্পাদক সদীপ দেবনাথ সজীব, চন্দনাইশ উপজেলা সদস্য সচিব বাবলা দেওয়ানজী, সুবল দেব, পলাশ পাল, রাউজান উপজেলা আহব্বায়ক শেখর ঘোষ আপন, সদস্য সচিব রাখাশ সরকার, সাতকানিয়া উপজেলা আহব্বায়ক দীপেন দাশ প্রমুখ।
দেওয়ান বাজার ওয়ার্ড বি-ইউনিট আওয়ামী লীগ :
শারদীয় দুর্গোৎসব চলাকালীন সনাতনী ধর্মাবলম্বীদের মঠ-মন্দির ও বাড়িঘরে হামলার মাধ্যমে আসাম্প্রদায়িক উন্নয়নশীল বাংলাদেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক দেশব্যাপী যে কর্মকান্ড হাতে নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর দেওয়ানাবাজার ওয়ার্ড বি-ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভযাত্রায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড এর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী মহোদয়। দেওয়ানাবাজার ওয়ার্ড বি-ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী বাদল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর দেওয়ান বাজার ওয়ার্ড, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য পেয়ার মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রতন দাশ, সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম, সুফিয়ান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল হারুন সহ ওয়ার্ড আওয়ামীলীগের সোহেল সিদ্দিকী, কাঞ্চন বিশ্বাস, সজল সেন, ছগির পিন্টু, সিদ্দিক আহমেদ, অসীম চক্রবর্তী, গিয়াস উদ্দিন, চন্দন পালিত, শাহাদাত আলী সাজ্জাদ, জাহেদ রেজা, ইয়ার মোঃ আজীম, মোঃ সেলিম, নওশেদ আলী খান, উজ্জল পাল, নুরুল আবছার, মো. খোরশেদ,ইকবাল বাহার চৌধুরী, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, সুমন দত্ত, টিংকু সেন, জুয়েল বণিক. হিমেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুজন :
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সুশাসনের জন্য নাগরিক-সুজন, চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৩ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুজন’র চট্টগ্রাম জেলা সভাপতি, অর্থনীতিবিদ প্রফেসর সিকান্দার খান’র সভাপতিত্বে ও সুজন’র চট্টগ্রাম জেলা সম্পাদক এড. আখতার কবির চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া, উদ্যোক্তা রওশন আরা চৌধুরী, সংগঠক মো. আরশাদ হোসেন, মাতৃভূমি ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক কাজী ইকবাল আহসান মঞ্জু, গোলাম মহিউদ্দীন মুকুল, পরিবেশকর্মী ইমতিয়াজ আহমেদ, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, মোরশেদ আলম চৌধুরী, আতাউল হক তানভীর, চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র সহ-সভাপতি একেএম নাঈম উদ্দীন সায়েম, সাংস্কৃতিক কর্মী সায়েম উদ্দীন, মো. আসিফ প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগ :
গত ২৩ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের উদ্যোগে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি র‌্যালী জেলার আহব্বায়ক মো. দিদারুল আলম ও সদস্য সচিব পরিমল দেবের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহব্বায়ক মো. মমতাজ উদ্দীন, ডা. আর কে দাশ রুবেল, বকতিয়ার উদ্দীন চৌধুরী করিম, প্রকৌ. দীপংকর দাশ, মো. হাসান মুরাদ, সালাউদ্দীন চৌধুরী, ইঞ্জি. মো. মালেক, অরিজিত বিশ্বাস মুন্না, মো. সোহরাব মিন্টু, মো. মহিউদ্দীন, মো. আলম, মো. হাবিব উল্লাহ, হাজী শহিদুল ইসলাম, মো. মহিউদ্দীন রানা, এস এম আরিফ মহিউদ্দীন, উত্তম কুমার দে, মো. মাঈনুদ্দীন, মো. তোফায়েল আহমেদ, মীর এরশাদ, মো. গিয়াস উদ্দীন, মো. জিল্লুর, মো. ইদ্রিস প্রমুখ।
ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ :
সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারী দুবৃত্তদের রুখে দাঁড়াতে ২৩ অক্টোবর শনিবার বিকেলে নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শান্তি শুভযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও আ’লীগ লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে শোভাযাত্রাটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিপ্লব উদ্যোনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ’ লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মো. আলী আকবর। তিনি বলেন, এ দেশে যারা হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন, তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা-আস্থা এবং বিশ্বাস একে অপরের প্রতি চলমান রয়েছে। শান্তিপ্রিয় এই দেশে ধর্মের নামে কাউকে উচ্ছৃঙ্খলতা করতে দেয়া হবে না। বক্তব্য রাখেন, ওয়ার্ড আ’লীগের প্রচার সম্পাদক মাবুদ সওদাগর, আদর্শ পাড়া লোকনাথ সেবাশ্রমের বেনু মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতা নটরাজ গুপ্ত, কৌশিক দে বাপ্পি, অংকুর কান্তি পাল, বাবুল দাস, উত্তম দাস, রাখাল দাস, অসীম, সুব্রত, সুমন নাথ, সঞ্জয় গোস্বামী, রানা শীল, মোহাম্মদ বজল, মোহাম্মদ হারুন, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ জামিল, মোহাম্মদ বেলাল, মো.খোরশেদ, মো. সুমন মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ মানিক, মো. আরিফ, সাগর দাস লিটন দাস, মোহাম্মদ আরিফ প্রমুখ।
ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু :
গত ২২ অক্টোবর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর আয়োজনে তাঁর নিজ বাসভবনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এদেশে হিন্দু-মুসলমান আমরা সকলেই ভাই-ভাই। আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য একদল উঠে পড়ে লেগে আছে। তাদের নির্মূল করে আমাদের এই সোনার বাংলাকে শান্ত রাখতে হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান সুলতান আহমদ, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, বীরেন্দ্র লাল দে, আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী, এডভোকেট আব্দুল কাদের, শ্রমিক নেতা শফি বাঙালি, আবুল খায়ের, রতন তালুকদার, শংকর দাশ রবিন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, থানা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, হারুন অর রশীদ, জানে আলম মহানগর যুবলীগ নেতা আবুল কালাম আবু, শিবু বিশ্বাস সহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইকবাল চৌধুরী।