সংগীতে ঐক্যের সুর

18

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বরেণ্য শিল্পী, সংস্কৃতিসেবীদের প্রাণের মেলা বসেছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। গান, কথামালা আর আড্ডায় মুখর পুরো শিল্পকলা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগীত ঐক্য বাংলাদেশ আয়োজিত সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলনের চিত্র এটি।
বিকেল সাড়ে ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন সংগীত ঐক্য বাংলাদেশের সভাপতি, খ্যাতিমান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উদ্বোধনপর্বে উপস্থিত ছিলেন সংগীত ঐক্য বাংলাদেশের তিন মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান ও কুমার বিশ্বজিৎ, সঙ্গীতজ্ঞ সাফিন আহমেদ, আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, জয় শাহরিয়ার, জুলফিকার রাসেল প্রমুখ।
উদ্বোধন শেষে দলীয় সংগীত পরিবেশন করে সংগীত ভবন। একক গান করেন শিল্পী সমরজিৎ রায়, প্রেম সুন্দর বৈষ্ণব প্রমুখ। সব শেষে ছিল তারকাশিল্পীদের পরিবেশনা।