সংগঠনকে গতিশীল করতে প্রকৃত আওয়ামী লীগকেই হাল ধরতে হবে

19

 

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াতের অপরাজনীতি ঠেকাতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে প্রকৃত আওয়ামী লীগকেই হাল ধরতে হবে।
২৪ অক্টোবর উপজেলা সদরস্থ গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য রাহমত উল্লাহ, জসীম উদ্দীন, মোরশেদুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ভিপি মো. ইলিয়াস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবচার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি মোজাম্মেল হক সিকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাহদাৎ ফারুক, কালিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাফরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেদার উদ্দিন তালুকদার, সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমান উল্লাহ চৌধুরী, শীলকুপ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভুপাল বড়–য়া, শেখেরখীল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন ভুট্টো, পুঁইছড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকবর আহমদ সিকদার, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু, চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাদাৎ রশিদ চৌধুরী, সহ সভাপতি বোরহান উদ্দীন, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি জিয়াউল হক চৌধুরী, কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, শীলকুপ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর হোসাইন, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এইচ এম জামাল উদ্দিন, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবেদুল ইসলাম চৌধুরী লিটন, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম উল্লাহ, বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মো. রাশেদ আলী ও মো. ইউনুস কামাল, পুইছড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাষ্টার প্রকাশ কান্তি দাশ, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তালুকদার, খোরশেদ আলম পাশা, আব্দুল জব্বার, মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডসমূহের সম্মেলন সমাপ্ত করায় ইউনিয়ন কমিটির কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অবিলম্বে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করা হবে বলে জানান। সভায় দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির জোর দাবি জানান। বিজ্ঞপ্তি