ষোলশহরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

76

কানে হেডফোন লাগিয়ে গান শুনে শুনে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন একব্যক্তি। গতকাল শনিবার বিকালে ষোলশহর স্টেশনে এ ঘটনা ঘটে। তার নাম মো. হযরত আলী স্বাধীন (৪৮)। নিহত স্বাধীন দিনাজপুর জেলার নিজাম উদ্দিন সরকারের ছেলে।
জানা যায়, রেললাইনে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন তিনি। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাচ্ছিল একটি ডেমু ট্রেন। ট্রেনটি বার বার হুইসেলে দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি স্বাধীন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কানে হেডফোন লাগিয়ে ষোলশহর স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী ডেমু ট্রেন বারবার হুইসেল দিলেও শুনতে পাননি। এতে ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, কানে হেডফোন লাগিয়ে ষোলশহর স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী ডেমু ট্রেন বারবার হুইসেল দিলেও শুনতে পাননি তিনি।