ষোলশহরে চবি শাটলের তিনটি বগি লাইনচ্যুত

26

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী একটি শাটল ট্রেন নগরীর ষোলশহর স্টেশনের কাছকাছি এলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চট্টগ্রাম-হাটহাজারী-নাজিরহাট রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওই ট্রেনে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাফিউ আহমেদ
বলেন, দুপুর দেড়টায় ক্যাম্পাস থেকে ছেড়ে আসে ট্রেনটি। দুপুর সোয়া ২টায় নগরীর মুরাদপুর এসে পৌঁছায়। এরপর ধীরে ধীরে চলতে থাকে। ষোলশহর স্টেশনের কাছাকাছি এলে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে ট্রেন ধীরে চলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) তন্ময় চৌধুরী বলেন, দুপুর দেড়টার শাটল ট্রেনটি ষোলশহর স্টেশনের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনের পর তিনটি বগির মোট আটটি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে এই রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে ট্রেন সরানোসহ লাইন মেরামতের কাজ চলছে। বিকাল ৫টার দিকে লাইন থেকে ট্রেন সরানো হয়েছে। এখন লাইন মেরামতের কাজ চলছে। তবে এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।