শ্রেষ্ঠ এএসপি তারিক রহমান

31

 

মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় আবারও শ্রেষ্ঠ এডিশনাল এসপি’র স্বীকৃতি পেলেন পটিয়া সার্কেলের এএসপি তারিক রহমান। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক শ্রেষ্ঠ এডিশনাল এসপি’র স্বীকৃতি হিসেবে তার হাতে সার্টিফিকেট তুলে দেন। এর আগে গত মে মাসেও তিনি শ্রেষ্ঠ এএসপি স্বীকৃতি পেয়েছিলেন। তারিক রহমান পটিয়া সার্কেলের যোগদানের পর গত এক বছরে ২২৭টি মাদক মামলায় ৩২১ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। উদ্ধার করেছেন ৭ লাখ পিস ইয়াবা এবং ৯ হাজার লিটার চোলাই মদ। এছাড়াও তিনি ক্লু-বিহীন আলোচিত বোয়ালখালীর জনি হত্যা মামলা, পটিয়ার সাদ্দাম হত্যা মামলার রহস্য উদঘাটন করে হত্যায় জড়িত আসমিদের বিচারের সম্মুখীন করেছেন। পটিয়ার আলোচিত নজরুল অপহরণ মামলার রহস্য উদঘাটন, ভিকটিম উদ্ধার, সকল আসামি গ্রেফতার করে প্রশংসিত হয়েছেন।
এএসপি তারিক রহমান বলেন, আইজিপি, রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমার সার্কেলের দুই থানায় সকল পুলিশের সদস্যদের টিম নিয়ে এলাকায় মাদক, ইয়াবা কারবারী, চাঁদাবাজ, সন্ত্রাস, ডাকাত ও চোরদের আটক করে আদালতে সোপর্দ করেছি। জেলা পর্যায়ে প্রথম পুরষ্কার গ্রহণ করা সৌভাগ্যের।- নিজস্ব প্রতিবেদক