শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম, চট্টগ্রামের ৪দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী কাল শুরু

198

মহানাম সেবক সংঘ চট্টগ্রামের আয়োজনে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম চট্টগ্রাম এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৪৯ তম বন্ধু আর্বিভাব স্মরণোৎসব ও ড. শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১১৬ তম আর্বিভাব উৎসব আগামী ২৪, ২৫, ২৬, ২৭ ডিসেম্বর ৪ দিন ব্যপী ফতেয়াবাদস্থ শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমে অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর ব্রাহ্মমুহূর্তে জাগরণ মঙ্গারতি ও প্রভাতী কীর্তন বিকাল ৫ ঘটিকায় শ্রী শ্রী পঞ্চতত্ব আস্বাদন ও শ্রীমদ্ভাগবত আস্বাদন।
২৫ ডিসেম্বর সকাল ১০টায় শ্রী গুরু স্মৃতিচারণ সভা, দুপুরে বিশেষ ভোগানুরাগ ও কীর্তন। বিকাল ৩ ঘটিকায় মহানাম ব্রত গীতা সংঘ পরিবেশনা, জীবন চর্চায় শ্রীমদ্ভাগবত গীতা, বিকাল ৩.৩০ ঘটিকায় সংগীতানুষ্ঠান মহিমালোক, বিকাল ৫ ঘটিকায় রসামৃতধারা। আলোচনায় অংশগ্রহণ করবেন মহন্ত মহারাজ ও অতিথিবৃন্দ। সভাপতিত্ব করবেন মহানাম সেবক সংঘ চট্টগ্রাম সভাপতি অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক লিটন পালিত। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম মহাকীর্ত্তন ও তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভারম্ভ। ২৭ ডিসেম্বর ব্রাহ্মমুহূর্তে কুঞ্জভঙ্গ নগরকীর্তন ও দধিহরিদ্রা। মধ্যাহ্নে শ্রী শ্রী প্রভু রাজভোগ অত:পর মহামহোৎসবের পূর্ণাহুতি। মহানাম সেবক সংঘ চট্টগ্রাম এর সভাপতি অধ্যপক শ্রীমান কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক লিটন পালিত উক্ত চারদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালায় সকল ভক্তবৃন্দ উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি