শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা সম্পন্ন

15

টেরিবাজার রঘুনাথ বাড়ি
টেরিবাজার রঘুনাথ বাড়ির কুঞ্জ সাধুর আখড়ায় সম্পন্ন হয়েছে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। ২০১৫ সালে অশোক দেব লিটনের হাতে প্রতিষ্ঠিত এই মন্দির। এ উপলক্ষে দুপুরে ভক্ত ও দর্শনাথীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ঝিওরীতে জগদ্ধাত্রী পূজা
আনোয়ারার ঝিওরীতে সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার চারদিনব্যাপী অনুষ্ঠানে ২য় দিনে ধর্মসম্মেলন ১ নভেম্বর সন্ধ্যায় পূজামÐপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জগদ্ধাত্রী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরুপ দত্ত মাধবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় দত্তের সঞ্চালনায় ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, শিক্ষাবিদ সুমল দত্ত, ইউপি সদস্য এ.কে.এম সরোয়ার জাহান চৌধুরী, প্রকৌশলী সুমন সেন, ঝুটন মজুমদার, পীযুষ দত্ত।
উপস্থিত ছিলেন নারায়ণ ঘোষ, রুপেশ দত্ত, সুজিত সেন, সাগর দে, নীলমণি মজুদার, সুমন সিংহ, রনি দত্ত, রকেট দত্ত, হরিপদ দত্ত, বিকাশ দত্ত, প্রদীপ দত্ত, দুর্জয় দত্ত, জুয়েল দত্ত, অভয় দত্ত, সাধন দত্ত, ক্লিনটন দত্ত, জনি দত্ত, মাইকেল দত্ত, ইমন দত্ত (বাবু), রাজু দত্ত, নয়ন দত্ত, প্রতীম দত্ত, অন্তর দত্ত, অরুপ দত্ত, অঞ্চল দত্ত, রয়েল দত্ত, অদীপ দত্ত, স্বদীপ দত্ত, তুষার দত্ত, বিকি দত্ত, অপি দত্ত প্রমুখ। শেষে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী অমিত সেনগুপ্ত, সুপ্রিয়া লাকী, দীপ্র দাশ, পউশি দে, এবং চাক্তাই লোকনাথ ধামের সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ। পরদিন ২ নভেম্বর গীতাপাঠ করেন গীতাপাঠক বিধান চৌধুরী। দুপুর ও রাতে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
পদুয়া জগদ্ধাত্রী মন্দির
শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতাপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা ১ নভেম্বর লায়ন পÐিত সলিল আচার্য্যরে সভাপতিত্বে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ঢালকাটা শ্রীশ্রী জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান সুখভিলাষ শ্রী গুরুধামের অধ্যক্ষ শ্রীমৎ প্রসিদ্ধানন্দ মহারাজ। প্রধান অতিথি ছিলেন এরশাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ দুলাল কান্তি দাশ, পদুয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক সুবল আচার্য্য, ইউপি সদস্য হোসেনুজ্জামান বাচ্চু, মিল্টন চৌধুরী, ফটিকছড়ি সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। স্বাগত বক্তব্য দেন শিক্ষক অঞ্জন দাশ, মিল্টন দে, সুজন চৌধুরী। বিজ্ঞপ্তি