শ্রীলঙ্কা সফর স্থগিত

9

স্পোর্টস ডেস্ক

কঠিন শর্তের মারপ্যাঁচে শ্রীলঙ্কা সফর স্থগিতই হয়ে গেলো। গত ১৪ সেপ্টেম্বর বোর্ড প্রধান নাজমুল হাসান জানিয়েছিলেন, শ্রীলঙ্কার দেওয়া কঠিন শর্তে সফর করা সম্ভব নয়। সোমবার মিরপুরে এ নিয়ে বোর্ড প্রধান দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। এর ফলে গত দুই সপ্তাহ ধরে চলা অপেক্ষার অবসান হলো। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, অনেক সময় দিয়েছি। আর অপেক্ষা করার সুযোগ নেই। ওরা যদি পারতো, তাহলে এর মধ্যেই করতো। সুতরাং আপাতত আমরা শ্রীলঙ্কা সফর স্থগিত করলাম।
তিনি আরও বলেছেন, ওদের সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক। কিন্তু এই মুহূর্তে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে সফর করা সম্ভব নয়। পরিস্থিতি যখন ভালো হবে, তখন আমরা নতুন করে সফর নিয়ে ভাববো। এখন বিকল্প ভাবনা হিসেবে ঘরোয়া ক্রিকেট কত দ্রুত ফেরানো যায়, সেই ভাবনা ভাবছে বিসিবি।