শ্রীলঙ্কায় ‘এ’ দলের পারফরম্যান্সে খুশি বিসিবি

21

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ আনঅফিসয়াল ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ যুবারা। এর আগে আনঅফিসয়াল টেস্ট সিরিজে ড্র করেছিলেন মুমিনুল হকরা। সবমিলিয়ে লঙ্কান যুবাদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্সে বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ আনঅফিসয়াল ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১ উইকেটের জয় তুলে নেয় মোহাম্মদ মিঠুনের দল। এরপর শেষ ও তৃতীয় ম্যাচটি জিতে আনঅফিসিয়াল সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। ডার্ক লুইস পদ্ধতিতে লঙ্কানদের বিপক্ষে ৯৮ রানে জিতে নেয় বাংলাদেশ। গতকাল সংবাদমাধ্যমকে যুবাদের পারফরম্যান্সে নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সবমিলিয়ে শ্রীলঙ্কায় (বাংলাদেশ যুবাদের) পারফরম্যান্স অনেক ভালো লেগেছে এই কারণে যে সেখানে অনেক কঠিন কন্ডিশন ছিল।