শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব ১৫ মার্চ

23

যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৬তম জন্মতিথি উৎসব আগামী ১৫ মার্চ চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পর্বে রয়েছে ভোর ৫ টায় মঙ্গলারতি, বেদপাঠ, ভজন। সকাল ৭ টায় জপধ্যান ও প্রার্থনা। সকাল ৮টায় ঠাকুরের পূজা, ভোগ, হোম। সকাল ১০টায় রামকৃষ্ণ পুঁথি পাঠ, ভক্তিগীতি পরিবেশন। দুপুর ১ টায় প্রসাদ বিতরণ এবং শেষে সন্ধ্যারতির পর অনলাইনে শ্রী রামকৃষ্ণদেবের ভাবাদর্শ বিষয়ে আলোকপাত করবেন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। জন্মতিথি উৎসব অন্য শাখাসমূহ যথাক্রমে ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রম, সীতাকুন্ড রামকৃষ্ণ সেবাশ্রম, পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রম, কানুনগোপাড়া রামকৃষ্ণ সেবাশ্রম, বাঁশখালী রামকৃষ্ণ সেবাশ্রম, রাউজান রামকৃষ্ণ সেবাশ্রম, রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রম, রাঙামাটি রামকৃষ্ণ সেবাশ্রম ও কক্সবাজার বৈদ্যঘোনা রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে পালন করা হবে। বিজ্ঞপ্তি