শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজের আবির্ভাব উৎসব কাল শুরু

199

শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজের ১৬৯তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে বোয়ালখালীর আকুবদÐীতে সমাধীপীঠে আগামী ১-৩ জানুয়ারি তিনদিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-ঊষা আরতি, পল্লী কীর্তন, ধ্বজা উত্তোলন, সমবেত গীতাপাঠ, গুরুপূজা, ভোগরাগ, সাংস্কৃতিক পরিবেশনা, ধর্মীয় আলোচনা সভা, অধিবাস, মহানাম সংকীর্তন, তারকব্রহ্ম মহানামযজ্ঞ, সপ্তশতী গীতাযজ্ঞ ও অন্নপ্রসাদ বিতরণ। কর্মসূচির ১ম দিন বুধবার সন্ধ্যায় ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। প্রধান ধর্মীয় বক্তা থাকবেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি থাকবেন প্রকৌশলী চন্দন দাশ, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম ও কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু। জগদানন্দ মিশন পরিচালনা পর্ষদ সভাপতি বিকাশ দেওয়ানজী ও সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধূরী, উৎসব উদযাপন পর্ষদ সভাপতি শংকর কুমার চন্দ্র ও সাধারণ সম্পাদক টিটন দে টিটু উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন।
উত্তর ভূর্ষি ঋষিমঠ
বোয়ালখালীর উত্তর ভূর্ষি অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের ৩০তম বর্ষপূর্তি এবং শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজের ১৬৯তম আবির্ভাব দিবস উপলক্ষে চারদিনব্যাপী উৎসব আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ১ম দিবসে ব্রাহ্মমুহূর্তে ঊষাকীর্তন, গুরু মহারাজের পূজা ও গীতাপাঠ প্রতিযোগিতা, ভোগারতি ও প্রসাদ বিতরণ, অপরাহ্নে পুরস্কার বিতরণ, সন্ধ্যায় সমবেত উপাসনা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান, ২ জানুয়ারি ধ্বজা উত্তোলন, সপ্তশতী চÐীযজ্ঞ ও গীতায় তুলসী দান, ৩ জানুয়ারি নামযজ্ঞের অধিবাস ও স্বামীজি প্রসঙ্গে ধর্মসভা অনুষ্ঠিত হবে। পৌরহিত্য করবেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ। উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন উত্তর ভূর্ষি অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ দীপানন্দ ব্রহ্মচারী। বিজ্ঞপ্তি