শ্রীমায়ের জন্মবার্ষিকী পালন

30

বোয়ালখালীর শাকপুরা গ্রামে ঋষি অরবিন্দের অধ্যাত্মপথের সহযোগী শ্রীমায়ের ১৪১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান সম্প্রতি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। শিক্ষক বিজয় শংকর চৌধুরীর সভাপতিত্বে ধর্মসভায় উপস্থিত ছিলেন শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান মোনাফ, ইউপি সদস্য হিমেল চৌধুরী, শ্রীঅরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী, শিক্ষিকা অঞ্জলী চক্রবর্ত্তী, আওয়ামী লীগ নেতা জনার্দন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সজল চৌধুরী, ব্যাংকার নন্দন কিশোর চৌধুরী, শিল্পী অমল চৌধুরী, শিক্ষিকা সংগীতা চৌধুরী, নৃত্যশিল্পী নবনিতা চৌধুরী, লায়ন স্বপন বিশ্বাস, প্রধান শিক্ষক সুমি পাল, শিক্ষিকা শান্তা দে, শিক্ষিকা সীমা দাশ, প্রভাতী কিন্ডার গার্টেন, প্রবর্ত্তক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদার একাডেমির প্রধান শিক্ষিকা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৭টায় শ্রীঅরবিন্দ ও শ্রীমায়ের ছবিতে পুষ্পাঞ্জলি ও সমবেত ধ্যান, মাতৃবন্দনা ও ‘মা’ বই থেকে পাঠ। সকাল ১০টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন, সংগীত, নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মন্দিরের সম্পাদক শিবু দত্ত। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খবর বিজ্ঞপ্তির