শ্রীমতি খালে বালু ও মাটি উত্তোলনকালে ২ পিকআপ জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

11

পটিয়া প্রতিনিধি
পটিয়ায় ইজারার শর্ত ভঙ্গ করে স্ক্যাভেটর দিয়ে শ্রীমতি খালের বালু ও মাটি তোলার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি পিকআপ জব্দ করা হয়েছে। পরে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে খালের উপজেলার হাইদগাঁও ইউনিয়নের তুলাতলি পয়েন্টে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, উপজেলার শ্রীমতি খাল থেকে দীর্ঘদিন ধরে স্ক্যাভেটর দিয়ে বালু ও মাটি বিক্রি করছে টিকাদার। এর ফলে এলাকার রাজঘাটা ব্রিজ, বাড়িঘর ও ফসলি জমি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্ষা মওসুমেও পাহাড়ি ঢলের পানিতে বেড়িবাঁধ ভেঙে বসতঘর তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। স্থানীয়দের নানা অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন জানিয়েছেন, ইজারার শর্ত ভঙ্গ করে স্ক্যাভেটর দিয়ে খালের বালু ও মাটি উত্তোলনের ফলে একটি ব্রিজ ও আশপাশের লোকজন ঝুঁকিতে। তাদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে।